প্রকাশিত: Sun, Mar 17, 2024 1:12 PM
আপডেট: Mon, Apr 28, 2025 11:40 PM

[১]ভারত পাশে ছিল বলেই নির্বাচনে বিশ্বের অশুভ শক্তি হস্তক্ষেপ করতে পারেনি: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করে বলেন, শত অপপ্রচারের মধ্যেও আমাদের নির্বাচন আমরা করেছি। 

[৩] জাতীয় নির্বাচনের আগে ভারত বলেছিল, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ করবে, অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই উল্লেখ করেন তিনি। 

[৪] তিনি বলেন, সত্যি বলতে দুনিয়ার অনেক শক্তিধর দেশ এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল, ভারত পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি। 

[৫] এছাড়া সংখ্যালঘু ভাবনাটাই একটা দাসত্বের শেকল মন্তব্য করে সেতুমন্ত্রী হিন্দুদের প্রতি বলেন, এটি ভেঙে ফেলতে হবে। 

[৬] শনিবার বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। 

[৭] বলুক কেউ, ভারত হস্তক্ষেপ করেছে? এমন প্রশ্ন তুলে তিনি বলেন,কেন হস্তক্ষেপ করবে? অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যে পরিমাণ ছোটাছুটি করেছে, আমরা সেই ভূমিকায় ভারতকে দেখিনি। ভারতের হাইকমিশনার এই ধরনের ভূমিকায় যাননি।  

[৮] সেতুমন্ত্রী বলেন, যখন কথা বলি তখন বিশ্বাস থেকেই কথা বলি। এই বাংলাদেশে ’৭৫ থেকে একুশ বছর কারা শাসন করেছিল, সেই একুশ বছর প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বৈরিতা সৃষ্টি করেছিল।

[৭] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করে ৬৮ বছরের সমস্যা শান্তিপূর্ণ সমাধান করেছেন দাবি করে সেতুমন্ত্রী বলেন, আমি এই কৃতিত্ব দেবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে। দীর্ঘ দিনের অবিশ্বাস-সন্দেহের দেয়াল তারা ভেঙে দিয়েছেন। অবিশ্বাস, সন্দেহের দেয়াল রেখে কোনো কিছু সমাধান সম্ভব নয়। 

[৮] এ সময় তিনি আরো উল্লেখ করেন, আজকে তিস্তাসহ অভিন্ন নদীর পানির বিষয়ে গঙ্গা চুক্তিও আমরা করেছি। তিস্তা নদী নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এর সমাধানও অবশ্যই হবে। গায়ে পড়ে তিক্ততা সৃষ্টি করে সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

[৯] হিন্দু সম্প্রদায়ের উদ্যেশে কাদের বলেন, মুসলমানের ভোট, আপনার ভোট, কি মূল্য কম? কোন পার্থক্য কি আছে? তাহলে কেন নিজেকে মাইনরিটি ভাববেন? বলেও প্রশ্ন তুলেন তিনি।

[১০] বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভোমিকের সভাপতিত্বে এ সয়ম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। সম্পাদনা: ইকবাল খান